বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাতকানিয়ায় জিনের বাদশা পরিচয়ে চাঁদা দাবি একজন আটক 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়ায় জিনের বাদশা পরিচয়ে চাঁদা দাবি একজন আটক 

সাতকানিয়ায় গত এক মাস ধরে মুঠোফোনে ‘জিনের বাদশা’ পরিচয়ে চাঁদা চেয়ে ব্যবসায়ীদের ক্রমাগত হুমকি দিচ্ছে একটি চক্র। চাঁদা না পেলে দোকানে বিস্ফোরণ ঘটানো এবং দোকানিকে হত্যার হুমকি দেয়া হয়। এরইমধ্যে চাঁদা না পেয়ে উপজেলার কেরানীহাটের একটি দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। 

এরপর চাঁদা দাবিকারীদের আইনের আওতায় আনতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন ক্ষতিগ্রস্ত ওই দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ জুনায়েদ। সে মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার মো. রিয়াজ উদ্দিন সাতকানিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড ভোয়ালিয়া পাড়ার মো. হোসেনের ছেলে রোববার (১ ডিসেম্বর) সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান এ তথ্য জানিয়েছেন। 

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনায় জড়িত মূল হোতা তার শ্যালক এমরান হোসেনের নাম প্রকাশ করে। 

ব্যাপক জিজ্ঞাসাবাদে রিয়াজ আরও জানায়, তার নিজের ও এমরানের পরিবারের লোকজনের এনআইডি ব্যবহার করে কয়েকটি সিম এমরান ব্যবহার করছে। ওসি আরও জানান, ৬ মাস পূর্বে এমরান টেকনাফ থানা এলাকায় একইভাবে ব্যবসায়ীদের হুমকি প্রদান করে এবং ব্যবসায়ী কামালের দোকানে অগ্নিসংযোগসহ বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করে। এমরানের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে। 

গ্রেপ্তার রিয়াজকে আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় জড়িত মূল হোতা এমরান হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

টিএইচ